শেষ অবধি কে কথা বলে, মানুষের রক্ত নাকি তাঁর বেড়ে ওঠার পরিবেশ,বিশ্বম্ভর রয় রসায়ন বিদ্যায় সুপন্ডিত।মুষ্টিমেয় ভারতীয় বৈজ্ঞানিকের অন্যতম তিনি,গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রের কাছে বিশ্বম্ভর রয় এর চিঠি আসে,কোনো এক রেড ট্র্যাঙ্গেল নামধারী কিছু দুর্বৃত্ত দশলক্ষ টাকার বিনিময়ে নির্বিজনের সূত্রটি তাদের দিয়ে দিতে বলে।পরে বিশ্বম্ভর রয় কে কাটারি দিয়ে কুপিয়ে খুন করা হয়, নিজের কোনো আপনজন নাকি অন্য কেউ, কংক্রিট বুট এই খুনের আড়ালে কে জানতে এক্ষুনি শুনুন অদ্রীশ বর্ধন এর রচিত 'কংক্রিট বুট ' !